|
---|
লুতুব আলি, নতুন গতি : ইন্দ্রদেবের রাজত্বে নাটকের মধ্য দিয়ে জলের ব্যবহারের বার্তা। বাঁকুড়ার পরিবেশবাদী মহিলা শিল্পী গোষ্ঠীর নাটক ইন্দ্র দেবের রাজত্বে সাড়া ফেলে দিয়েছে। রাজ্য সরকারের জল ধরো, জলভরো নিয়ে এক অনন্য সাধারণ মঞ্চনাটক পরিবেশনা হচ্ছে রাজ্যের জেলায় জেলায়। ইন্দ্র দেবের রাজত্বে শিরোনামের এই নাটকে জল ধরো জল ভরো এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হচ্ছে। বাঁকুড়ার পরিবেশবাদী মহিলা শিল্পী গোষ্ঠী বাঁকুড়া সহ বীরভূমের সিউড়ি, মুর্শিদাবাদের বহরমপুর, কলকাতা, বোলপুর, হুগলির চুঁচুড়ায় এই নাটক পরিবেশিত হয়ে সুনাম অর্জন করেছে। এই নাটকটি লিখেছেন দীর্ঘদিন যুব সংস্কৃতি অধিকর্তার দায়িত্বে থাকা গৌতম গঙ্গোপাধ্যায়। এই নাটকের নির্দেশনা রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অংক অনার্সের ছাত্রী উচ্চ মাধ্যমিকের দশম স্থানাধিকারী একতা গঙ্গোপাধ্যায়। সে নব ময়ূক, সন্তোষপুর মননের মতো নাট্য দলে যুক্ত ছিলেন। বর্তমান জলের লভ্যতা, আসন্ন সংকট ও জলে নিয়ে বাংলার বিভিন্ন লোকাচারে ভিত্তি করে নাটকটি তৈরি হওয়ায় তা জনপ্রিয় হয়ে উঠেছে। সম্পূর্ণ মহিলা অভিনীত ও পরিচালিত এই নাটকটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী।