|
---|
আর.এ.মন্ডল, ইন্দাস : বাঁকুড়া জেলা জমিয়ত উলামার শাখা ইন্দাস ব্লক জমিয়ত উলামার উদ্যোগে স্বাস্থ্য শিবির ও মানবতার বার্তা শির্ষক আলোচনা সভা অনুষ্টিত হল ১৪ নভেম্বর শান্তাশ্রম বাসস্ট্যান্ডে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ তৎকৃপা নন্দজী, তিনি বলেন যে আমরা সর্ব প্রথম মানুষ সুতরাং মানব সমাজে মানবতার বাতাবরণ তৈরি করতে হবে । তবেই ভেদাভেদ ভুলে সম্প্রীতি বজায় রেখে সমাজে বসবাস করা যাবে।অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ স্বামী স্বরুপানন্দজী এবং ইন্দাস থানার জনৈক আধিকারিক কৃষ্ণকান্ত মুখার্জি ,আমরুল অঞ্চলের প্রধান পূজা দে,শিক্ষক ভরত চন্দ্র ও শ্রীকান্ত গড়াই এবং আতাউর মোল্লা প্রমুখ। জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমাদ, সভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বহু স্থানীয় নারী ও পুরুষ চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান পরিষেবা গ্রহণ করেন।চক্ষু বিশেষজ্ঞ/চিকিৎসক ছিলেন ইমামুল হক এবং আব্দুস সুকর। জেলা ও ব্লকের বিশিষ্ট জমিয়ত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বাগমারি শাখার সভাপতি হাফিজ সৈয়দ মহম্মদ আব্বাস সাহেব।