|
---|
আর,এ,মণ্ডল(ইন্দাস) : ১৮ মার্চ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পূর্ব প্রান্তে অবস্থিত ‘ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র’টির নব নির্মিত একটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।উদ্বোধন করেন ইন্দাসের বিধায়কগুরুপদ মেটে এবং সহযোগিতায় ছিলেন প্রধান অতিথি বিষ্ণুপুর জেলা হাসপাতালের সি এম এইচ ও ডাক্তার জগন্নাথ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক উন্নয়ন ও চিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন সি এম এইচ ও ডাক্তার জগন্নাথ সরকার এবং ডেপুটি সি এম এইচ ও ডাক্তার অরবিন্দ হালদার। উল্লেখ্য যে “করোনা ভাইরাস” প্রসঙ্গে সচেতনতা মূলক উপদেশ দেন।অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ইন্দাস বিডিও মানসী ভদ্র চক্রবর্তী,ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম এইচ ও ডাক্তার কৌশিক পাণ্ডা এবং ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,সহ সভাপতি সুব্রত হাজরা,স্বাস্থ্য কর্মাধ্যক্ষা জাহানারা সিদ্দিকী ও প্রাক্তন গ্রাম প্রধান শিবানী ধাড়া।ইহা ছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ রবিওল হোসেন,নাসির আলি মোল্লা ও নিমাই মোহান্ত প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে,ডাক্তার জগন্নাথ সরকার জানালেন,এই বিল্ডিংয়ের বরাদ্দ অর্থের পরিমাণ ৬৪ লাখ,এবং রোগীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় মুল ভবনের উপর আরও একটি ভবন নির্মাণ সহ একটি শেড নির্মাণের জন্য ৮৫ লাখ টাকা বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দফতরের নিকটে আবেদন করা হয়েছে।