ইন্দাসে বসন্ত উৎসব

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের “নৃত্যধারা কালচারাল একাডেমী” (ইন্দাস শাখা)-র আয়োজনে ও ব্যবস্থাপনায় ইন্দাস কালী বাড়ি সমিতির প্রাঙ্গণে ৪ এপ্রিল অনুষ্ঠিত হলো ‘বসন্ত উৎসব।’ সকালের প্রভাত ফেরী অনুষ্ঠানে মনোরম পথসভা, পথ নৃত্য এবং মিষ্টি বিতরণ করা হয়।
অতঃপর কালীবাড়ি সমিতির প্রাঙ্গণে স্থানীয় বিশিষ্টজন,সমাজসেবী ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে উৎসব শুরু হয়।বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাদেব পাল এবং ইন্দাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালী চক্রবর্তী,সহ শিক্ষিকা ডঃ মিতালি পাঁজা হাটি,সমাজসেবী বিশ্বরূপ দে প্রমুখ। সুস্থ সংস্কৃতির বিকাশ মুলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরম্ভ হয়। নৃত্য,সঙ্গীত,কবিতা আবৃত্তি এবং বসন্ত উৎসব বিষয়ক আলোচনা করেন ডঃ মিতালি পাঁজা, মহাদেব পাল সোনালি চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের আহ্বায়ক এবং একাডেমির সম্পাদক শিক্ষক আনন্দ পণ্ডিত জানান যে, এই একাডেমীর আয়োজনে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় মানুষদের সহায়তা উল্লেখযোগ্য।জাতী-ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষই উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।আগামী দিনেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান অনুষ্ঠানের সঞ্চালক মাস্টারমশাই আনন্দ পণ্ডিত।সম্প্রীতি ও শুভেচ্ছা বার্তা দিয়ে বসন্ত উৎসব এর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
ছবি–‘