|
---|
সংবাদদাতাঃ আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদ ধন্য অধ্যাপক শ্যামল সাঁতরা কে বিপুল ভাবে জয়যুক্ত করার জন্য ইন্দাসের দিবাকর বাটি সমবায় কমিউনিটি হল এ ইন্দাস ব্লকের তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল নির্বাচনই আলোচনা সভা। রবিবার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনিত প্রার্থী শ্যামল সাতরা, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রবিউল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গাফফার প্রমুখ বিশিষ্ট জন। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা।