|
---|
নিজস্ব সংবাদদাতা; মালদা: গোপনসূত্রের খবরে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। গতকাল গভীর রাতে কালিয়াচক থানার আলিপুর দক্ষিন লক্ষীপুর এলাকায় কালু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। যদিও এই ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে কালিয়াচক থানার মজমপুর এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য সহ গ্রেফতার হয় টানু শেখ নামে এক ব্যক্তি। কালিয়াচক থানার পুলিশ এই টানু শেখকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। টানু শেখকে জেরা করে পুলিশ জানতে পারে, আলিপুর ২নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা কালু শেখ বেশ কিছু দিন ধরে মাদক দ্রব্য পাচার কার্যের সঙ্গে যুক্ত। আর এই তথ্য পুলিশের হাতে আসতেই, পুলিশ গতকাল গভীর রাতে তার বাড়িতে হানা দেয়। এই হানায় কালু শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কেজি ৯০০ গ্রাম আফিম ও ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয় ১ লক্ষ ৩৮ হাজার ভারতীয় আসল টাকা। যদিও, পুলিশের এই গোপন অভিযানের টের পেয়ে যাওয়ায় এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অভিযুক্ত কালু শেখ। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।