|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: ফোয়ারা মোড়, নেতাজি মোড় সহ বিভিন্ন মোড়ে ভরে যায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টারে। সেই সব পোষ্টর খোলার নির্দেশ দেয় ইংরেজবাজার পুরো প্রশাসক নিহার রঞ্জন ঘোষ। মালদা শহরের বিভিন্ন প্রান্তে ছেয়ে যায় বিভিন্ন রাজনৈতিক ব্যানার ফেস্টুন। এই বিষয়ে বিজেপির জেলা সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জানান, তাদের যা ফেস্টুন রয়েছে তার দশগুণ বেশি ফেস্টুন ব্যানার রয়েছে শাসক দলের। তিনি এই বিষয়ে সকলের কাছে আবেদন জানান শহর পরিষ্কার রাখার জন্য। তিনি বলেন, এই বিষয়ে তারা প্রশাসনকে সাহায্য করবেন।এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ২০০৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি এক্সেলেন্সি পুরস্কার পেয়েছিলেন শহর পরিষ্কার রাখার জন্য। বর্তমানে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক ব্যানার ফেস্টুনে ভরে গেছে। তিনি সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আবেদন জানান। পৌরসভার কর্মীরা খুলে নেই ফেস্টুন-ব্যানারগুলি।