|
---|
খান আরশাদ, বীরভূম: গত সোমবার রাত্রে বীরভূমের কাঁকড়তলা থানার বড়রা গ্রামে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। জানা গেছে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। উজ্জ্বল কাদেরী ও শেখ কালোর লোকজনদের মধ্যে সোমবার রাত্রে বড়রা গ্রামে ব্যাপক বোমাবাজি চলে। পরেরদিন সকালে বীরভূম জেলা ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দশজনকে আটক করে পুলিশ। বুধবার ওই দশজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক এদের মধ্যে চারজনকে দশদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন এবং অপর ছয়জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।