|
---|
রায়দিঘি:নুরউদ্দিন: এলাকার থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়াতে এবং সরকারী ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান মজুত করতে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর-২ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী তথা VRP দের পরিচালনায় কাকদ্বীপ ব্লাড সেন্টারের (গভ:) সহযোগীতায় কোম্পানীরঠেক জাতীয় যুব কম্পিউটার সেন্টার ক্যাম্পাসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়। এদিনের ক্যাম্পে মোট 53জন রক্তদাতা রক্তদান করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডক্টর অলক জলদাতা, মথুরাপুর -২ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ রায়, গিলারছাট গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন মাল, ৩৪ নং জেলা পরিষদের নির্বাচিত সদস্য উদয় হালদার সহ একাধিক অতিথিবর্গ।
বিধায়ক বলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। যে কারনে রক্তদানের মাধ্যমে সেই রক্তের যোগান দিতে হয়। অতঃপর এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন এরা সরকারী কাজের সাথে যুক্ত থাকলেও খুব কম সাম্মানিক পান। সেই জায়গা থেকে এমন উদ্যোগ প্রশংসনীয়।
VRP দের পক্ষে ব্লক সভাপতি শ্রী শক্তিময় নস্কর জানান আমরা এটা আমাদের প্রথম বছর। সবাই ভীষন উৎসাহ নিয়ে এই ক্যাম্পে এগিয়ে এসেছেন এবং রক্তদান করেছেন। সকলকে অভিনন্দন। এই ক্যাম্প আমরা প্রতিবছর চালিয়ে নিয়ে যেতে চাই।
রায়দিঘি থেকে নুর উদ্দিন এর রিপোর্ট!