|
---|
সামসুর রহমান, উস্থি : মগরাহাট পশ্চিমের ইয়ারপুর অঞ্চল গত গ্রামসভা ভোটের পর সিপিএম ও বিজেপির জোটে বিজেপি অঞ্চল অর্থাৎ প্রধান গঠন করলেও পরে নিজেদের মধ্যে সমঝোতা ও আলাপ আলোচনা মাধ্যমে ধীরে ধীরে সকল বিরোধী সদস্য তৃনমূলে যোগদান করে। যোগদানের পর দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে যে দলীয় সিদ্ধান্ত স্থির হয় তার ভিত্তিতে আজ ২৮শে সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন করে অঞ্চল বা প্রধান গঠন হয় ।সেক্ষেত্রে নতুন করে দায়িত্ব পায় দীপক মিস্ত্রি নামের সদস্য ।
উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক মাননীয় গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য তথা ইয়ারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজারভার মুজিবর রহমান মোল্লা সহ একাধিক ব্লক ও অঞ্চল নেতৃত্ব ও শতাধিক দলীয় কর্মী সমর্থক ।