পাট পাতায় ভরে যাচ্ছে পোকা, পাট চাষের বিপুল ক্ষতির সম্ভাবনা মালদায়

উজির আলী,নতুনগতি: ১৫ ই মেমালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ শুরু হয়েছে পাট চাষ। ঘনঘন আবহাওয়া পরিবর্তন ও বৃষ্টির কারণে পাটের পাতায় পোকা লাগতে শুরু করেছে। এর জেরে পাট চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। স্থানীয় কৃষক হারুন আলী জানিয়েছেন এ বছর অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর জেরে পাটের ফলন ভালো হয়নি। পাতায় পোকা লেগে যাচ্ছে। আগাছা প্রচুর পরিমাণে পাটের ক্ষতি করছে। আমরা টাকা ধার করে পাট লাগিয়েছি। কিন্তু এবার টাকা শোধ করতে পারবো কিনা জানিনা।
অন্য এক কৃষক মমতাজ আলী জানালেন এবছর লঞ্চের এ লকডাউন এর জন্য লেবার পাওয়া যাচ্ছে না। গত বছরের পাট ঘরে জমা হয়ে আছে। এবছরের শোনা যাচ্ছে পাটের দাম পাওয়া যাবে না। বছরের প্রথমে পাটের পোকা লেগে যাওয়ায় প্রচুর ক্ষতির আশঙ্কা হচ্ছে।এ পরিস্থিতিতে কীভাবে সমস্যার মোকাবেলা করা যাবে তা বুঝতে পারা যাচ্ছে না।জেলা জুট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গোপাল ভগৎ জানান এ বছর লক ডাউন এর জন্য পাটের দাম তেমন ভাবে পাওয়া যাবে না। পাটের গোলাগুলিতে লেবারের অভাব দেখা গিয়েছে। মিলমালিকরা পাটের দাম যেভাবে করে দেয় আমরাও সেই স্থানীয় চাষীদের পাটের দাম দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না। এবছর পাটের পাতায় পোকা লাগায় পাটের ফলন আশানুরূপ হবে না বলে হতাশা প্রকাশ করলেন তিনি।