অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজো মণ্ডপ গুলিকে আর্থিক সাহায্য ও উপহার সামগ্রী প্রদাণ

নতুন গতি প্রতিবেদক : বজ বজ বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ও বজ বজ বিধানসভার বিধায়ক অশোক দেব ও বজ বজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক জাহাঙ্গীর খান এর উদ্যোগে বজ বজের সমস্ত পুজো মণ্ডপগুলিকে আর্থিক সাহায্য ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের সূচনা হয় বজ বজ বি বি আই টি অ্ডিটোরিয়াম হলে।

    অভিষেক ব্যানার্জি শুধু দুর্গাপুজোয় নয় তিনি ঈদের সময়ও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন প্রতিটি মসজিদ কমিটিকে। এছাড়াও লকডাউন এর সময় প্রতিটি সাধারণ মানুষের জন্য কল্পতরু প্রকল্পের মাধ্যমে রান্না করা খাবার মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এছাড়াও আম্ফান, ইয়াস নামক প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে প্রতিটি সাধারণ মানুষদের পাশে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি । অভিষেক ব্যানার্জি ৩৬৫ দিন সাধারণ মানুষের কথা ভাবেন। কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন সেই চিন্তায় তিনি সর্বদা করেন । তাই সাধারণ মানুষের মুখে একটাই কথা শীত-গ্রীষ্ম-বর্ষা সাংসদ অভিষেক ব্যানার্জিই ভরর্ষা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজ বজ বিধানসভা বিধায়ক অশোক দেব এছাড়া উপস্থিত ছিলেন বজ বজ বিধানসভা দলীয় পর্যবেক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত‍্য ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ জাহাঙ্গীর খান মহাশয় । এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ অরিজিৎ সমাজপতি। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন শ্রীমতি ফুলু দে ও ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বজ বজ পুজালি পৌরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান ফজলুল হক থেকে শুরু করে বজ বজ এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রিয়া হাজরা থেকে শুরু করে বজ বজ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রিতা মিত্র। উপস্থিত ছিলেন বজ বজ বিধানসভার সমস্ত নেতা নেত্রীরা ও পূজামণ্ডপ কমিটির সদস্যরা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বজ বজ নিশ্চিন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুগ্ম সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শংকর ঘোষাল মহাশয় । এই পুজো মণ্ডপ গুলি আর্থিক সাহায্য পাওয়ার পর উনারা ধন্যবাদ জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সোশ্যাল ডিসটেন্স মেনটেনেন্স ও মাক্স ও স্যানিটাইজার যথেষ্ট ব্যবস্থা থাকবে মণ্ডপে।