|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : কালিয়াচক ২ নং ব্লকের রথবাড়ি অঞ্চলের ঢালাই রাস্তা পেয়ে আপ্লূত গ্রামবাসী । সোমবার সকালে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দে রাস্তার শুভ উদ্বোধন করলেন কালিয়াচক ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস ।
কালিয়াচক ২ নং ব্লকের বিরামপুর কবরস্থান থেকে এমএসকে স্কুল পর্যন্ত এবং আর একদিকে বিরামপুর মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি রথবাড়ি অঞ্চলের মোস্তফাপুর থেকে ভাগীরথী নদী পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়। তিনটি রাস্তা নিয়ে আনুমানিক খরচ প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।
রাস্তা উদ্ধোধনে কালিয়াচক ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল মজিদ , আলমগীর চিস্তী , রথবাড়ি অঞ্চলের প্রধান সাহানারা খাতুন সহ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল ।
রাস্তা উদ্বোধনের পর টিঙ্কুর রাহমান বিশ্বাস বলেন , প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দে ৩ টি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয় সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াচক ২ নং ব্লকের দীর্ঘ দিনের দাবি পূরণ করতে পেরে তারাও খুশি। মানুষের দাবি অনুযায়ী ঢালাই রাস্তা তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।