গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অপমান,,সকল সাংবাদিকদের দালাল বললেন বিজেপি প্রার্থী

নতুন গতি, ওয়েব ডেস্ক : গনতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদ মাধ‍্যম।আর এই সংবাদ মাধ‍্যমকেই বিজেপির প্রার্থীর মুখ থেকে শুনতে হল সব সাংবাদিক দালাল।সোমবার মালদহের চাঁচল মহকুমা দপ্তরে মনোনয়ন দাখিল করতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান।মতিবুর রহমান হরিশ্চন্দপুর-৪৬ নং বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছে এবারের নির্বাচনে।তিনি মনোনয়ন দাখিল করে বের হতেই সাংবাদিকরা প্রশ্ন করতেই উত্তর না দিতে পেরে সব সাংবাদিক দালাল বলে মন্তব্য করেন মতিবুর।

     

    এনিয়ে জোড় চাঞ্চল‍্য ছড়ায় চাঁচল মহকুমা শাসকের দপ্তরের বাইরে।বিজেপি প্রার্থী কেন এইরকম কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করলেন?জোর জল্পনা রাজনৈতিক মহলে।ঘটনায় সরব জেলা সাংবাদিক মহল।সূত্রে খবর,বিজেপির প্রার্থী ঘোষনার পরেই মতিবুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে,ভোট প্রচারে গিয়ে বধূকে শ্লীতাহানি,মারামারি।এমনকি জাতীয় সঙ্গীতও গাইতে পারে না বলে অস্বস্তিতে পড়েছিল দল।এদিনের ঘটনায় ফের অস্বস্তিতে পড়লো জেলা বিজেপি নেতৃত্ব।