|
---|
সেখ সামসুদ্দিন, ১০ আগস্টঃ ইন্ডিয়ান ইন্সুরেন্স ইন্সটিটিউট অফ কলকাতা আয়োজনে বীমা বার্তায় মেমারির কালসি এলাকায় ঈশানী নলেজ ক্যাম্পাসে ইনসিওরেন্স সচেতনতা ও কেরিয়ার কাউন্সিলিং এর ক্যাম্প করা হয়। বীমা বিষয়ক সচেতনতায় ও বীমা বিষয়ক বিভিন্ন কোর্সের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করতে বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজ বা ইউনিভার্সিটিতে সেমিনার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়া হচ্ছে বীমা বিষয়ক বিভিন্ন যে কোর্স আছে কোন কোর্স করলে কোন ধরনের চাকরি পাওয়া যায় এবং তার স্যালারি কত হতে পারে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইন্সুরেন্স ইন্সটিটিউটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক চন্দ্র মণি রায়, সহসভাপতি শঙ্কর দাস, যুগ্ম সম্পাদক নবেন্দু গুহ, কাউন্সিল মেম্বার অস্মি বসু পাল ও অনুরাধা গাঙ্গুলী প্রমুখ। নবেন্দু গুহ জানান ভারতের সকল মানুষকে বীমার আওতায় আনার লক্ষ্যে দেশব্যাপী বীমা বিষয়ক জ্ঞানের প্রসারে প্রচার কর্মসূচি চলছে। এই কাজে বহু মানুষকে নিয়োগ করতে হবে। বীমা বিষয়ক কোর্স করলে সরকারি ও বেসরকারি বীমা সংস্থায় নিয়োজিত হতে পারবেন।