ইন্তেকাল করলেন বর্ধমান জেলা জমিয়তে উলামা হিন্দের সভাপতি জনাব ইমদাদুল্লাহ চৌধুরী

আজিজুর রহমান, গলসি : ইন্তেকাল করলেন বর্ধমান জেলার জমিয়তে উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি  জনাব ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৫ টা নাগাদ তিনি বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। এদিন আসর বাদ গলসি থানার শিড়রাই গ্রামের শান্তিবাগ মাদ্রাসা প্রাঙ্গনে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। জানতে পারা গেছে, কিছুদিন পূর্বে তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বেশ কয়কদিন চিকিৎসার পর তাকে বাড়িতে আনা হয়। গতকাল আবারও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। তবে আজ ভোর থেকে তার অবস্থা স্থিতিশীল হয়ে পরে। বৃহস্পতিবার সকাল ৫ টা ২০ নাগাদ তিনি ইহলোক ছেড়ে  পরলোকে গমন করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।