|
---|
নিজস্ব সংবাদদাতা: বীরভূমের সদাইপুর থানা এলাকায় অবস্থিত বিকেটিপিপি (বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্ট) প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের সৃজনী অডিটোরিয়ামে ইন্টার স্কুল ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, বীরভূম জিলা স্কুল, চিনপাই উচ্চ বিদ্যালয়, বোলপুর উচ্চ বিদ্যালয়।কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুল, কালীগতি নারী শিক্ষা নিকেতন, সাগরদিঘি থার্মাল পাওয়ার স্কুল এরকম আটটি স্কুল থেকে আগত পড়ুয়াদের দল ইন্টার স্কুল ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেটিপিপির জেনেরাল ম্যানেজার প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান সহ অন্যান্য শিক্ষকগণ।