আন্তঃরাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর সম্পন্ন হলো পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল মাঠে

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি: আন্তঃরাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর সম্পন্ন হলো পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল মাঠে। টুর্নামেন্টের আয়োজক পঞ্চনন্দপুর মহিলা ফুটবল টুর্নামেন্ট কমিটি। এই টুর্নামেন্টের পশ্চিমবঙ্গ ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খন্ড বিহার ও কলকাতা থেকে একাধিক দল অংশগ্রহণ করে। লিগ পর্যায়ে খেলার পর উত্তেজনাময় ফাইনলে অংশগ্রহণ করে কলকাতা ও কোচবিহার জেলা একাদশ দল।

    ফাইনালে কলকাতা জেলা একাদশ দল দল ২ – ০ গোলে কোচবিহার জেলা একাদশ দলকে দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কলকাতা একাদশ ক্লাবের হয়ে গোল দুটি করেছেন তানিয়া কান্তি ও প্রিয়া বাস্তি। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও নগদ ৩০০০ ও ২০০০ টাকা তুলে দেন আয়োজক উচ্চ বিদ্যালয় টুর্নামেন্ট কমিটির মুল কর্ণধার সুদর্শন পান্ডে। খেলায় সর্বোচ্চ গোল দিয়ে টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন কলকাতার তানিয়া কান্তি। টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার কোচবিহারের পিয়ালী রায়।

    খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন, পঞ্চনন্দপুর এর বর্তমান প্রধান রিজিয়া বিবি, প্রাক্তন প্রধান দুলাল শেখ, কালিয়াচক 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তোহিদুর রহমান সহ পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। এই খেলা উপলক্ষে সুকিয়া হাই স্কুল মাঠে নাচ গানও জিবনাসটিক নাচের আসর বসে। মনোজ দাস এর নেতৃত্বে জিবনাসটিক্স ও স্থানীয় একটি বেসরকারি স্কুলে নৃত্যানুষ্ঠান সকলকে মোহিত করে। টুর্নামেন্টের মহিলাদের ফুটবল খেলা দেখতে ব্যাপক দর্শক সমাগম হয়। স্থানীয় ক্রীড়াবিদ তথা পঞ্চনন্দপুর মহিলা ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুদর্শন পান্ডে জানিয়েছেন, এলাকায় মহিলাদের মধ্যে খেলাধুলার উন্মেষ ঘটানোর জন্য আমরা এ বছর মহিলা ফুটবলার আয়োজন করেছি। পশ্চিমবঙ্গ সহ গঙ্গার ওপার থেকে ঝাড়খন্ড বিহার ও কলকাতা র দল খেলায় অংশগ্রহণ করেছে। এই ধরনের খেলা করার জন্য আমরা ব্যাপক সাহায্য পেয়েছি। চরম উত্তেজনার মধ্যে এদিন কলকাতা চ্যাম্পিয়ন হয়।