নাম ঘোষনার পরে দলীয় কোন্দল তৃনমুলে, তিনটে ওয়ার্ডে প্রবল অসন্তোষ প্রার্থী নিয়ে

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: নাম ঘোষনার পরে তৃনমুলের দলীয় কোন্দল মাথা চারা দিয়ে উঠল শিলিগুড়িতে 39,18এবং 24এই তিনটে ওয়ার্ডেই দলের মধ্যে তৈরী হয়েছে প্রবল অসন্তোষ প্রার্থী নিয়ে।একদিকে বিকাশ সরকার এবং অন্যদিকে নিখিল সাহানী নির্দল প্রার্থী হিসাবে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করায় চিন্তা বেড়েছে তৃণমূলের আভ্যন্তরে।যদিও পাপিয়া ঘোষ এবং গৌতম দেব কেউই এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না,তবে তৃণমূলের একাংশের মতে কর্পোরেশন ভোটে এইগুলোই অনেকটা সমস্যা তৈরী করে ফেলবে তৃণমূলের ভোট বাষ্কে।

    এদিকে শিলিগুড়ির 39নং ওয়ার্ডে প্রার্থী পছন্দ না হওয়ায় প্রায় আড়াইশোজন নিজেকে প্রার্থী হিসাবে দাবী করেছেন।আগামীকাল নমিনেশন জমা করবার শেষ দিন,এখনো পযর্ন্ত তৃণমূলের কেউ নমিনেশন জমা করেন নি,আগামীকাল একবারে সবাই নমিনেশন জমা করবেন বলে খবর।তার সাথে কতজন বিক্ষুদ্ব নমিনেশন জমা করেন এটাই দেখতে চায় তৃণমূল কংগ্রেস।নমিনেশন প্রত্যাহার করবার শেষ তারিখ 6th January সেদিন পযর্ন্ত উত্তেজনা থাকবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।তবে বিক্ষুদ্বরা কতখানি মাথা নিচু করবেন বা নিজেদের প্রত্যাহার করবেন এটাই দেখবার।তবে তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের খবর কলকাতাতেও গিয়ে পৌছিয়েছে।পিকের নির্দেশে তার ছেলেমেয়েরা শিলিগুড়িতে আসছেন সমস্যা মিটিয়ে দিতে।গৌতম দেব এবং রঞ্জন সরকার যেখানে দাড়িয়েছেন সেই সব জায়গাতেও প্রার্থী নির্বাচনকে ঘিরে ক্ষোভ বাড়ছে,মুখে কেউ কিছু না বললেও পরে এর প্রভাব ভোটবাষ্কে পড়বার আশঙ্কা করছেন শিলিগুড়ির পুরানো তৃণমূল কংগ্রেসের সদস্যরা।বাইশ তারিখে ভোটের পরে কি পরিস্থিতি তৈরী হবে শিলিগুড়িতে এটাই এখন দেখবার বিষয়।

    নিজেদের দলীয় কোন্দলের খবর প্রকাশ্যে চলে আসায় একেবারেই ঠিক জায়গাতে নেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।ভোটের প্রচার না দলীয় কোন্দল কোনটাল আগে সমাধান করবেন কিছূই ভেবে পাচ্ছেন না তারা।এবারেও যদি শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেস না পায় তবে ভবিষ্যতে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে যে তৃণমূলের আর কোন জোর থাকবে না এটাও জানেন সবাই।তাই আপাতত বাইশে জানুয়ারীর দিকে তাকিয়ে আপামর শিলিগুড়ির মানুষ।