বঙ্গ বিজেপিতে অব্যাহত বিদ্রোহ! মণ্ডল কমিটির সভাপতিদের বয়স বাঁধাকে ঘিরে অশান্তি গেরুয়া শিবিরে

দেবজিৎ মুখার্জি: বঙ্গ বিজেপিতে অব্যাহত বিদ্রোহ। এবার মণ্ডল কমিটির সভাপতিদের বয়স বাঁধাকে ঘিরে অশান্তি গেরুয়া শিবিরে।

    নতুন নিয়মে ৪৫ বছর বয়সের বেশি কেউ থাকতে পারবেনা মণ্ডলের সভাপতি পদে। এই নিয়মের বিরোধিতা করে আদি নেতাদের বক্তব্য অভিজ্ঞতা না থাকলে সংগঠন সঠিকভাবে পরিচালিত হবে কী করে? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে চিঠি দিলেন প্রবীন নেতাদের বড় অংশ।

    উল্লেখ্য, জেলায় জেলায় অভিজ্ঞদের চেয়ে তৎকাল নেতাদের প্রাধান্য ঘিরে ক্ষোভ-বিক্ষোভ চলছে গেরুয়া শিবিরে।