|
---|
নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: শুক্রবার পাঁশকুড়া বনমালী কলেজের অডিটোরিয়ামে শতাধিক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগদিবসের প্রাক অনুশীলন কর্মসূচি। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়। সহযোগিতা করে পাঁশকুড়া বনমালী কলেজের এন এস এস বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রকের পক্ষ থেকে ফিল্ড অফিসার সুদীপ্ত বিশ্বাস ও কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক মন্ডলী। অনুষ্ঠানের শুভসূচনা হয় প্রদীপ নৃত্য পরিবেশনের মাধ্যমে। পাঁশকুড়া সাধনা যোগ স্বাস্থ্য মন্দিরের ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে যোগ প্রশিক্ষণ ও প্রর্দশন করেন যোগ শিক্ষক তথা শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক ‘শিক্ষারত্ন’ গৌতম কুমার বোস।
গৌতম বাবু বলেন,শুধু ২১ জুন যোগাভ্যাস নয় প্রতিদিন যোগাভ্যাস করলে সুস্থ সবল ও নীরোগ জীবন যাপন সম্ভব। তিনি সকলকে এই অঙ্গীকার গ্রহণের কথা দৃঢ়ভাবে ঘোষণা করেন। সবশেষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে শরীর সচেতনতা মূলক একটি ম্যাজিক প্রর্দশনী অনুষ্ঠিত হয়।