আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজে আন্তর্জাতিক আলোচনা চক্র

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে দু’দিন ব্যাপী এক আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন সেমিনারে কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস উন্নয়ন ও স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন বিষয় সকলের সম্মুখে উত্থাপন করেন।

     

    এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী অলোক কুমার ঘোষ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমিত মুখার্জি।

     

    যদিও, পুরো আলোচনাটি সুষ্ঠভাবে সম্পাদনের দায়িত্বে ছিলেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক পার্থ ব্যানার্জি, সুজন দেবনাথ এবং কলেজের অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাগণ। উদ্যোক্তারা জানান, বিভিন্ন কলেজের অধ্যাপক, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সুন্দরতম করে তুলেছিল।

     

    এছাড়াও, দ্বিতীয় দিনের আলোচনায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ শর্মা, এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শামীম ফেরদৌস।