গর্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের আঙিনায় নিজেদেরকে আমরা স্বতন্ত্রভাবে মেলে ধরতে পারি আমাদের মাতৃভাষার মাধ্যমে। আমাদের মাতৃভাষা বাংলাভাষা হলো আমাদের পরিচয়, আমাদের অহংকার। এই ভাষাতেই আমরা স্বপ্ন দেখি, আবার এই ভাষাতেই আমরা খুঁজে পায় জীবনের রং। ভারত-বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

    আজকে পৃথিবীর আকাশে বাতাসে বাংলা ও বাঙালির সমবেত কণ্ঠে শোনা গেল মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বোলে কতই শান্তি ভালবাসা । সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগেও আজকে বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলের শান্তিদেব কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল।

    বোলপুর বীণাপাণি আশ্রমের সাঁওতাল, আদিবাসী, কোঁড়া, মুন্ডা, কোল, ভিল সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষাকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম, মনীষা ব্যানার্জি, মোঃ রিপন, রাজকুমার ভুইমালি, সুদীপ দাস,চন্ডীচরন দাস, আসরাফুল আমিন সম্রাট, চলচ্চিত্র পরিচালক অনিকেত চট্রোপাধ্যায়, অর্নব সেন, মোহিত রনদীপ,ইমাদুল মন্ডল ছাড়াও প্রমুখ‌ও।