|
---|
উজির আলী, নতুনগতি : ১২ ই মেমঙ্গলবার আন্তর্জাতিক নার্স দিবস। আর এই উপলক্ষে চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাওয়ার অফ্ হিউম্যানিটির তরফে চাঁচল সুপার স্পেশালিটি ও মালতিপুর স্বাস্হ্য কেন্দ্রের নার্স, চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জানানো হয়েছে এদিন।ও চকলেট দিয়ে হাসপাতালে কর্তব্যরতদের প্রতি সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সৌম্যশ্রী সাহা।করোনা যুদ্ধে নার্স চিকিৎসক স্বাস্হ্যকর্মীদের অবদান ভোলা যায়না। তারা অক্লান্ত পরিশ্রম করে সমাজকে তথা আমাদের সকলের জন্য নিজেদের জীবন বিপন্ন করে করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাই আমরা নতুনগতির তরফে তাদেরকে কুর্নিশ জানায়।