মেমারি ১ ব্লক আদিবাসী উদযাপন কমিটির উদ‍্যোগে মেমারি নতুন বাস স্ট‍্যান্ডে আন্তর্জাতিক আদিবাসী দিবস

অতনু ঘোষের রিপোর্ট,মেমারি পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতিবছর ৯ আগস্ট পালন করা একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য ৯ অগস্ট আদিবাসী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসঙ্ঘ। ১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের প্রায় ৩০ কোটি আদিবাসী। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্ট দিনটিকে বেছে নেন।

    মেমারিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

    আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দশক, বর্ষ ও দিবস পালনের মূল উদ্দেশ্য। এদিন মেমারি ১ ব্লক আদিবাসী উদযাপন কমিটির উদ‍্যোগে মেমারি নতুন বাস স্ট‍্যান্ডে পুজোর মধ‍্য দিয়ে ছোট্ট অনুষ্ঠান করা হয়। এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মহাদেব টুডু, সম্পাদক সনাতন হেমরম সহ নয়ন সরেন, সুরেশ টুডু, সমরেশ হেমরম, প্রাক্তন জিলা পরিষদ সদস‍্য বিমল সরেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বতর্মান সদস‍্য পাটোয়ারী মান্ডি, টিডিএস সম্পাদক সরকার মান্ডি, টিডিও সম্পাদক প্রশান্ত সরেন, মাঝি হাপন অর্গানাইজেশনের মহেশ্বর মুরমু, বিকাশ পরিষদের সহসভাপতি শান্তি রঞ্জন মান্ডি ও রামকৃষ্ণ হেমরম, আসেকার সমর কিস্কু ও সমর হাসদা ও দুই পুরোহিত যতীন মান্ডি ও ভব সরেন সহ বিশিষ্ট ব‍্যক্তি বর্গ। এখানে শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন, দেবতার পুজো, আশীর্বাদ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। তারমধ‍্যে উপস্থিত হন মেমারি থানার সাব ইন্সপেক্টর জয়দেব দে এবং তিনিও শহীদদের প্রতি পুষ্পার্ঘ দেন এবং এখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে পুলিশের গাড়িতে কালনার আটঘরিয়ার উদ্দেশ্যে পাঠান।