|
---|
নাসিমা লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কৃষ্টি অডিটোরিয়াম নিউ ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো, রাজ্যের সমস্ত ক্যারাটের ছেলেমেয়েদের নিয়ে রাজ্য চ্যাম্পিয়নশিপ ২০২২। বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করল ৪০০ অধিক ছাত্র-ছাত্রী । আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রত্যয় ও সেইসিনকাই ইন্ডিয়া মোট ২০ জন ছাত্র ছাত্রীর অংশগ্রহণে ২০টি গোল্ড, ৫টি সিলভার, ৪টি ব্রোজ্ঞ, রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকে ছিনিয়ে নিজের দখলে নেয় দক্ষতার সাথে। অংশগ্রহনকারী কাতা ও কুমিতে বিভাগে ছেলেমেয়েদের মধ্যে প্রত্যয়ের রাহিদা মোল্লা ২ টি গোল্ড, সঞ্চিতা ২ টি গোল্ড, স্নেহা পল্লে ২ টি গোল্ড, পাপিয়া মন্ডল ২ টি গোল্ড, মমতাজ ১ টি গোল্ড ও ১ টা ব্রোজ্ঞ, মহুয়া ২ টি ব্রোজ্ঞ, এছাড়াও সেইসিনকাই এর রিদ্ধীমা দাস ২ টি গোল্ড, বনশ্রী মন্ডল ১ টি গোল্ড ও ১ টি ব্রোজ্ঞ, মিলন মন্ডল ১টি গোল্ড, আয়ুষ্মান চৌধুরী ১টি গোল্ড, সৃজনী সরদার ১টি গোল্ড ও ১টি সিলভার, তামান্না রায়চৌধুরী ১টি সিলভার, নন্দিনী মন্ডল ১টি গোল্ড, কুসুম দাস ১টি গোল্ড, রশ্মনী মন্ডল ১টি গোল্ড, বাবাই কর্মকার ১টি গোল্ড ও ১টি সিলভার, সুহৃদ মন্ডল ১টি গোল্ড ও ১টি ব্রোজ্ঞ,ভূমি সাহা ১টি সিলভার।
এতো বড়ো সাফল্যের জন্য ন্যাশানাল কোচ ও বিশ্ব চ্যাম্পিয়ান শিহাণ দেবব্রত হালদার যিনি একজন চিফ কোচ প্রত্যয় (বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর থানা,)
চিফ টেকনিক্যাল ডাইরেক্টর সেইসিনকাই ইন্ডিয়ার, তিনি বলেন এটা আমাদের জেলার অনেক বড়ো সাফল্য আগামী দিনে শুধুমাত্র রাজ্য না জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রত্যয় ও সেইসিনকাই ইন্ডিয়া অনেক সাফল্য অর্জন করবে, এদের মধ্য রাহিদা মোল্লা, রিদ্ধীমা দাস এবং সুহৃদ মন্ডল, বাবাই কর্মকার সেরা হয়েছে, টিম ম্যানেজার সেনসাই গোপিনাথ সরদার ও অফিসিয়াল প্রত্যের বিলকিস খাতুন মোল্লা সেই সাথে দেবব্রত হালদার কোচের নেতৃত্বে ছেলেমেয়েদের সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যারাটের একটা বড়ো জায়গা করে নিতে পারলো রাজ্য তথা জাতীয়দলে।