|
---|
নিজস্ব সংবাবদদাতা, বোলপুর: আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো বোলপুরে। এদিন বোলপুরে আইসিডিএস কর্মী, একাধিক এনজিও সহ নারী আন্দোলনের কর্মী, স্কুল কলেজ ছাত্রী সহ সাধারন মহিলাদের নিয়ে এই নারী দিবস পালন করা হয়। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও ইন্সটিটিউট ফর মোটিভেটিং সেল্ফ এ্যামপ্লয়মেন্ট এর উদ্যোগে এই নারী দিবস পালন করা হয়। মহিলাদের আইনী সহায়তা, অধিকার, পারিবারিক হিংসার শিকার হলে কি ভাবে বিনামূল্যে আইনী সহায়তা পেতে পারে, শিশু ও নারী সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নারী দিবসের পাশাপাশি আগামী ১২ মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে বোলপুর, সিউড়ী ও রামপুরহাট আদালতে। সে বিষয়েও ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে চেতনা সাথী মাধ্যমে বোলপুর এলাকায় প্রচার করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সাভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইসিডিএস সুপার ভাইজার জয়স্তী রায়, সমাজসেবী অরুপ মন্ডল সহ অনান্যরা।