পথ চলা শুরু হল মুরার‌ই নব দিশার

 

    নতুন গতি – সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকের এই দিনটিকে সম্মান জানিয়ে মুরার‌ইয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। মুরার‌ই নব দিশা ও পাটাগাছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটি নামক দুটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মুরার‌ই-১ ব্লক মুক্তমঞ্চে অনুষ্ঠানটির সূচনা হয়। এই সংস্থার পক্ষ থেকে বাল্যবিবাহ, পণপ্রথা, শিশু শ্রমিক, থ্যালাসেমিয়া, ক্যারাটের প্রয়োজনীয়তা বিষয় নিয়েও আলোচনা করা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী, কৃতি ছাত্র-ছাত্রী, মহিলা রক্তদাতা, সাংবাদিকদের‌ও সম্মানিত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

    উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহমান, মুরারই থানার ওসি আফরোজ হোসেন,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশিথ ভাস্কর পাল, মহাকুমা পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, সমাজসেবী নুরুল হক, শাহনাজ বেগম ছাড়াও প্রমুখ ব্যক্তিত্ব। নবদিশা সমিতির সম্পাদক আরিফ শেখ বলেন বর্তমান সমাজে বাল্যবিবাহ, পণপ্রথা, থ্যালাসিমিয়া অভিশাপ স্বরূপ। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত এলাকা বাসিকে একটা বার্তা দিতে চেয়েছি