হুগলির ভদ্রেশ্বর , তেলেনিপাড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে কারণে এই সব এলাকায় বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

হুগলির ভদ্রেশ্বর , তেলেনিপাড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে কারণে এই সব এলাকায় বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

    নতুন গতি ওয়েব ডেস্ক : হুগলির ভদ্রেশ্বর , তেলেনিপাড়া সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে কারণে এই সব এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা । করোনা জেরে সমগ্র বাংলা সহ বিশ্ব ঘরবন্দি ঠিক তখনই কিছু সাম্প্রদায়িক শক্তি তেলিনীপাড়া ও ভদ্রেশ্বরে কয়েক দিন ধরে অশান্তি সৃষ্টি করে চলেছে । সেই সঙ্গে ইন্টারনেটের সাহায্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে প্রশাসনের দাবি ।

    তাই সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে আগামী ১৭ ই মে পর্যন্ত হুগলির ১১ টি থানা এলাকায় ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিলো জেলা প্রশাসন। মঙ্গলবার রাতেই চন্দননগরের পুলিশ কমিশনার এবং হুগলির পুলিশ সুপার (গ্রামীণ) একটি যৌথ নির্দেশিকা জারি করে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

    একই সঙ্গে জেলাশাসকও এক নির্দেশিকা জারি করে , ১৭ মে পর্যন্ত চন্দননগর ও শ্রীরামপুর মহকুমার ১১টি থানা যথাক্রমে উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর, চণ্ডীতলা জাঙ্গিপাড়া, ভদ্রেশ্বর, চন্দননগর, সিঙ্গুর, হরিপাল এবং তারকেশ্বর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট, কেবল টিভির সংযোগ ও ডিশটিভি পরিষেবা। কিছু সমাজবিরোধী ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আর তা রুখতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান হয়েছে ওই নির্দেশিকায়