অবসর প্রাপ্ত সেনাকর্মীদের, পূণরায় নিরাপত্তারক্ষী পদে নিয়োগের দাবিতে এবার পথে নামল আইএনটিটিইউসি

অবসর প্রাপ্ত সেনাকর্মীদের, পূণরায় নিরাপত্তারক্ষী পদে নিয়োগের দাবিতে এবার পথে নামল আইএনটিটিইউসি

     

     

     

    নতুন গতি, মালদহঃ অবসর প্রাপ্ত সেনাকর্মীদের, পূণরায় নিরাপত্তারক্ষী পদে নিয়োগের দাবিতে এবার পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বৃহস্পতিবার দুপুরে শহরে মিছিল করে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন সংগঠনের নেতৃত্বরা। তাঁদের সঙ্গে শামিল হয়েছিলেন অবসর প্রাপ্ত সেনাকর্মীরাও। তাঁদের দাবি, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করতেন অবসর প্রাপ্ত সেনাকর্মীরা। একই সঙ্গে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করতেন তাঁরা। বিভিন্ন প্রতিষ্ঠানে অবসর প্রাপ্ত সেনাকর্মীদের বাদ দিয়ে ঠিকাদারের মধ্যে নিরাপত্তা রক্ষী নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এদিন প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।