আইএনটিইউসি” ভেঙে শতাধিক সদস্যদের তৃণমূলের শ্রমিক সংগঠন “আইএনটিটিইউসি”তে যোগদান

মালদা, ১৫ মার্চ: কংগ্রেসের শ্রমিক সংগঠন “আইএনটিইউসি” ভেঙে শতাধিক সদস্যরা তৃণমূলের শ্রমিক সংগঠন “আইএনটিটিইউসি”তে যোগদান করলেন। সোমবার রাতে তৃণমূলের এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় মালদা শহরের রেলস্টেশন সংলগ্ন ঝলঝলিয়া এলাকায় । তৃণমূলের সংগঠনের যোগদানকারী সদস্যদের হাতে দলের ঝান্ডা তুলে দেন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার এবং আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শুভদীপ সান্যাল।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি মজবুত ছিল। যা দীর্ঘদিন ধরে বহু চেষ্টা করেও শাসকদল তৃণমূল থেকে বিরোধী দল বিজেপি, বামেরাও নিজেদের দিকে টানতে পারে নি। অবশেষে এবারের পুর নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের প্রার্থী হন বাবলা সরকার। এবারে বিপুল ভোটে জয়ী হন তিনি। এই ২২ নম্বর ওয়ার্ডটি রেল স্টেশন এবং রেল কলোনি সংলগ্ন। ফলে এই এলাকায় হাজারো শ্রমিকের বসবাস রয়েছে। যারা এতদিন কংগ্রেসের ওই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

    অবশেষে দীর্ঘদিন পর কংগ্রেসের ওই শ্রমিক সংগঠন ভেঙ্গে ১৫৪ জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করলেন। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল জানিয়েছেন, এদিন যারা তৃণমূলের সংগঠনে যোগদান করেছেন তাদের আমরা স্বাগত জানিয়েছি। এই যোগদানের ফলে ইংরেজবাজারে সংগঠন অনেকটাই মজবুত হবে বলে মনে করা হচ্ছে।