|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : আই.এন.টি.ইউ.সি-র ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পশ্চিমবঙ্গ রাজ্য আই.এন.টি.ইউ.সি ফেডারেশনের পক্ষথেকে খড়দহে রবীন্দ্র ভবনে আয়োজিত হলো পণ্ডিত জওহরলাল নেহেরু মজদুর রতন স্মারক প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি শ্রমিকের হাতে পণ্ডিত জওহরলাল নেহেরু মজদুর রতন স্মারক তুলে দেন আই.এন.টি.ইউ.সি-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার নেতৃত্বরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.এন.টি.ইউ.সি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি স্বামীনাথ জ্যাওসবাল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ হাউশিলা প্রসাদ শর্মা, কোষাধ্যক্ষ সন্তু কারার, সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ কুমার রত্নাকর। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস নেতা পরীক্ষিত নাগ, প্রাক্তন সিপিআইএম সাংসদ তড়িৎ বরণ তোপদার, আই.এন.টি.ইউ.সি-র রাজ্য নেতৃত্ব দেবাশীষ দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের আয়োজন এবং সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজ্য আই.এন.টি.ইউ.সি-র সভাপতি শ্রী প্রেম নাথ কুর্মী(প্যাটেল)।