|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কানাডায় ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের হত্যার ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও হামলাকারীকে পাকড়াও করতে পারেনি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, কার্তিকের উপর হামলা চালানো বন্দুকবাজ মাঝারি উচ্চতার এক কৃষ্ণাঙ্গ যুবক। হামলার পর একটি হ্যান্ডগান হাতে তাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
এদিকে শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে ভারতীয় দূতাবাস লেখে “টরন্টোয় ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা নিহত ছাত্রের পরিবারের পাশে আছি এবং দেহাবশেষ দেশে ফিরিয়ে নিয়ে যেতে সমস্ত ব্যবস্থা করা হবে।”
বৃহস্পতিবার কানাডায় টরন্টো শহরে সেন্ট জেমস টাউনের শেরবর্ন টিটিসি স্টেশনের সামনে কার্তিক বাসুদেব নামের এক ভারতীয় ছাত্রকে গুলি করে খুন করা হয়।