ওয়েলস কে হারিয়ে, রাউন্ড অফ সিক্সটিনে ওঠার আশা জিয়ে রাখল ইরান

নিজস্ব সংবাদদাতা:  মরণ বাচন ম্যাচ ছিল ইরানের কাছে, ওয়েলসের বিরুদ্ধে জিততে না পারলে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবে তারা। গত ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ইরান। তাই আজকের ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে।

     

    খেলা শুরু হবার পর কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে ছিল উভয়দল। ম্যাচ যত গড়াতে থাকে ইরানের কাছে পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকে। দ্বিতীয় অর্ধের শুরু থেকেই দুর্দান্ত খেলা শুরু করে ইরান। ক্রমাগত আক্রমণ চালাতে থাকে তারা। অবশেষে ম্যাচের অন্তিম লগ্নে এসে পরপর দুটি গোল করে ম্যাচ জয়লাভ করে। ম্যাচের ফল ইরান ২ ওয়েলস ০।