ইরানের ওপর আমেরিকার হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মেমারীতে।

নূর আহমেদ, মেমারী, ২৩ জুন:সোমবার বিকেলে মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে ইরানের ওপর আমেরিকার হামলার বিরুদ্ধে প্রতিবাদে শহর মেমারী তে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মেমারী চকদিঘীমোড় সংলগ্ন লরি ইউনিয়ন অফিসের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল টি শুরু হয়। মিছিল টি শহর মেমারী পরিক্রমা করে পুনরায় চকদিঘীমোড়ে এসে মিছিল টি শেষ হয়। এরপর মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস ও বর্ধমান জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জি। তিনি বলেন, ইরানের ওপর আমেরিকার হামলা মার্কিন সাম্রাজ্যবাদ টিকে থাকার জন্য তারা টিকে থাকার জন্য যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করছে। তাদের কাছে একটাই পরিত্রাণের পথ! যদি যুদ্ধ বাধাতে পারে, তবে অস্ত্র বিক্রির মধ্যোদিয়ে তাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো টিকিয়ে রাখতে পারবে। জনজীবনের টিকে থাকা নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোন মাথাব্যথা নেই।

    এদিনের মিছিলে ছিলেন প্রশান্ত কুমার, কৃষক নেতা জয়দেব ঘোষ, পিন্টু ভট্টাচার্য ও কালু রায় সহ প্রমুখ।