তবেকি মুসলিম বলেই বাদ মোহাম্মদ সামি? আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনা তুঙ্গে।

নতুন গতি স্পোর্টস ডেস্ক : ভুবনেশ্বর কুমার আক্রান্ত হওয়ায় দলে সুযোগ হয় সামির। সুযোগ পেয়েই অসাধারণ পারফর্ম করে বিশ্বকে তাক লাগিয়ে দেন ভারতীয় এই মুসলিম পেসার মোহাম্মদ সমি। ৪টি ম্যাচে একটি দুর্দান্ত হ্যাটট্রিকসহ ১৪ উইকেট সংগ্রহ এর পরও ভারতীয় দল থেকে ফের বাদ পড়ে যান সামি। বিশ্বকাপে ভারতীয় দলে থেকেও প্রত্যাশিত সুযোগ পাননি মোহাম্মদ সামি।

    অথচ তার পরিবর্তে যে ভুবনেশ্বরকে দলে ফেরানো হয়েছে তিনি চলতি বিশ্বকাপে ৫ টি ম্যাচ খেলে মাত্র ৭ টি উইকেট সংগ্রহে সক্ষম হন। তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ১৪ টি উইকেট সংগ্রহ করেন সামি। অথচ সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সামিকে বসিয়ে রাখা হয়েছে।

    আর এনিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মঈন খানসহ সাবেক তারকা ক্রিকেটাররা।

    বিশ্বকাপে ভারতীয় দল থেকে সামির বাদ পড়া নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মঈন খান বলেন, আমি হলে সামিকে বাদ দিতাম না। যে বোলার মাত্র চার ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন, তাকে হঠাৎ করে পরবর্তী ম্যাচে বসিয়ে দিলেন। এছাড়া সে রেকর্ডের সম্মুখে দাঁড়িয়ে ছিল। শ্রীলংকার বিপক্ষে খেললে সে সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় দুই অথবা তিনেও চলে আসতে পারত।

    পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ক্রিকেট নিয়ে আলোচনা করতে গিয়ে রবিবার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান বলেন, “আমি বুঝতে পারছি না, আমার মনে হয় সামিকে বাদ দেয়ার জন্য কোনো চাপ দেয়া হয়েছে। আমি মনে করি, বিজেপির এজেন্ডা অনুযায়ী মুসলিমদের উন্নতি না করার জন্যই শামিকে বাদ দেয়া হয়েছে।”

    বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি মোহাম্মদ সামির। এই তিন ম্যাচ পর ভুবনেশ্বর কুমার ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ভারতের চতুর্থ ম্যাচে ফেরানো হয়।

    আফগানদের বিপক্ষে সুযোগ পেয়ে চলতি বিশ্বকাপে হ্যাটট্রিক সহ ৪ টি উইকেট সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করা সামি ঠিক পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৬ রানে ৪ টি উইকেট সংগ্রহ করে।

    এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানের খরচায় সংগ্রহ করেন ৫ টি উইকেট। তিন ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহের পর বাংলাদেশের বিপক্ষে (৬৮ রানে ১ উইকেট) প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সবশেষ শ্রীলংকার বিপক্ষে বসিয়ে রাখা হয় মোহাম্মদ সামিকে। অথচ তার পরিবর্তে লংকানদের বিপক্ষে সুযোগ পেয়ে ৭৩ রান দিয় মাত্র ১ উইকেট সংগ্রহ করেছেন ভুবনেশ্বর কুমার।