|
---|
মুসলেহুদ্দিন মাঝারি, মুর্শিদাবাদ : এক মুসলিম মেয়ে বয়স ১৬ এবং এক মুসলিম ছেলে বয়স ২১ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরিবারের পক্ষ থেকে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যে মেয়ের বয়স ১৬ অর্থাৎ নাবালিকা।এটা থেকে মুক্তি পেতে তারা পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়।
সেখানে হাইকোর্ট তাদের বিবাহকে স্বীকৃতি দেয় এবং তাদের নিরাপত্তা দেয়। হাইকোর্ট দলীল হিসেবে মুসলিম পার্সোনাল ল Principles of Mohammedan Law by Sir Dinshah Fardunji Mulla Article 195 অনুযায়ী Every Mohammedan of sound mind,who has attained puberty,may enter into a contract of marriage.
Puberty age on Completion of age of fifteen years.
বয়ঃসন্ধি হলেই অর্থাৎ ১৫ বছর হলেই মুসলিম মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অনুমোদিত।
অনুরূপ জাজমেন্ট দিল্লি হাইকোর্টও প্রদান করে এবং বলে POCSO act Protection of Children from Sexual offences. বর্তাবে না।
The Legal Age of Marriage is 18 for girls and 21 is for boys.
ভারতীয় আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর।
The Hindu Marriage act,1955, Section 5(¡¡¡) অনুযায়ী মেয়েদের বয়স কম পক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর।
অনুরূপ,The Indian Christian marriage Act,1872 and the special marriage act.অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স কম পক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এছাড়াও The Prohibition of Child Marriage Act 2006 এবং (POCSO) Prevention of Children against Sexual offences,2012.
এমন পরিস্থিতিতে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উপরোক্ত প্রমাণাদি দিয়ে NCPCR ( National Commission for Protection of Children Rights. সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন।এই মর্মে যে, মুসলিম পার্সোনাল ল সমস্ত আইনের বিরুদ্ধে যাচ্ছে।
ফলে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র চুড় এবং জাস্টিস পি এস নারাসিমহা আপাতত অস্থায়ীভাবে মুসলিম মেয়েদের ১৮ বছরের নিচে বিবাহতে স্থগিতাদেশ দিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত রায় কার্যকর হবে পরে বলে জানা যায়।