ঈসালে সওয়াব মাহফিলে মিলাদ এবং স্বাস্থ্য শিবির ও প্রতিযোগিতা

সংবাদদাতা : হাওড়া জেলার বাগনান থানার সাবসিট গদি পশ্চিমপাড়াতে মাহফিলে মিলাদ উপলক্ষে সকাল ১০ টা থেকে চোখের পরীক্ষা, দাঁতের চিকিৎসা ও ইসিজি সুবিধা দেওয়া হয় এতে দেড় শতাধিক মানুষ উপকৃত হন। বিকালে ছেলেমেয়েদের কিরাত ও ইসলামিক গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই প্রতিযোগিতাতে বিচারকের ভূমিকাতে ছিলেন বাগুর মুজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ হাকিবুর রহমান সাহেব, বাইনান বামনদাস হাই স্কুলের শিক্ষক জনাব মাওলানা সৈয়দ আবুল বাশার সাহেব, সারদা তাজপুর হাই মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ সাহেব। গজল প্রতিযোগিতাতে ছোট্ট প্রতিযোগী এনায়েত মুসাইদ “রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন” গজলটি গিয়ে সকলের মন জয় করে, প্রথম পুরস্কার দখল করে। ইশার নামাজের পর কিরাত ও গজল প্রতিযোগিতার সফলদের পুরস্কৃত করা হয় ও সারারাত্রি ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অত্র এলাকার ইমাম জনাব মইফুল ইসলাম সাহেব, সভাপতিত্ব করেন শেখ সফিকুল আলম সাহেব ও সম্পাদক ছিলেন হাজি সাইফুল ইসলাম সাহেব, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শেখ আসাদুল হোসেন সাহেব।