|
---|
আসমা খাতুন ,বর্ধমান : বর্ধমান শহরের চার নম্বর ওয়ার্ডের দুবরাজ দিঘির বাসিন্দা আস্থায়ী ব্যাংক কর্মী রফিকুল ইসলামের কন্যা রাইসা আইএসসি পরীক্ষায় দেশের দ্বিতীয় স্থান অর্জন করে চমক সৃষ্টি করেছে ।দুই বর্ধমানের সংখ্যালঘু মহিলারা শিক্ষায় একটা নবজাগরণ আনছে । কয়েকদিন আগে আসানসোলের ইসমাইলের এক ছাত্রী আলিয়া রাফাত সিবিএসই পরীক্ষায় দেশে দ্বিতীয় স্থান অর্জন করে চমক সৃষ্টি করেছিল।এবার পূর্ব বর্ধমানের রাইসা পারবিন আইএসসি পরীক্ষায় দেশে দ্বিতীয় স্থান দখল করে দুই বর্ধমান কে গর্বিত করল।ব্যাংকের অস্থায়ী কর্মী রফিকুল ইসলামের একমাত্র কন্যা রাইসা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী । বর্ধমান হলি রক স্কুলে ইউ কে জি থেকে ছোটবেলায় ভর্তি হয়েছিলেন উচ্চ মাধ্যমিক সর্বভারতীয় পরীক্ষায় এই সাফল্য গোটা বর্ধমানে খুশির হাওয়া। অনেক অর্থনৈতিক প্রতিকূলতা সত্বেও খালা খালু ও মামার অবদান এর কথা ভুলতে পারিনি রাইসা।রাইসার বাবা রফিকুল ইসলাম বলেন মেয়ের অদম্য জেদ তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেন রাইসা।নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাঁর আদর্শ।নামাজি রাইসা আল্লাহর প্রশংসা করতে ভুললেন না।রাইসা তার স্কুল হলি রকের প্রশংসা করেন বিশেষ করে স্কুলের প্রিন্সিপাল সরনাভ সাক্সেনা ও শিক্ষক শিক্ষিকার অবদানের কথা স্বীকার করেন। দিনরাত মা উম্মুল হাসেমা বেগম পরিশ্রম তাকে পড়াশোনা করতে যেভাবে উদ্বুদ্ধ করেছেন তা কখনো ভোলার নয় ।আগামী দিনে সে ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করতে চায় । তার পছন্দের খাবার বিরিয়ানি এবং মোমো ।আই সি এস পরীক্ষার সাফল্য বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংস্থা শুভেচ্ছায় ভরিয়ে তুলেছে রাইসাকে।