” ইস্কন দর্শনের পরেই লাপাত্তা তরুণী স্ত্রী, হতভম্ব যুবক l ” শরিফুল ইসলাম, নতুন গতি : নদীয়া জেলার মন্দির শহর নবদ্বীপ মায়াপুরে স্বামী-স্ত্রী বেড়াতে এসে নিখোঁজ হলেন তরুণী স্ত্রী l চলতি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গল বার প্রতিবেশী জেলা বর্ধমানের পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের বাপ্পা চন্দ্র তাঁর স্ত্রী পূজা কে সঙ্গে নিয়ে ইস্কন মন্দির দর্শনে আসেন l জানা যায় স্বামী- স্ত্রী উভয়েই সকাল থেকেই ইস্কনের বিভিন্ন মন্দির, হাতিশালা, গোশালা দর্শন করে দুপুরে তাঁরা মন্দিরের প্রসাদ খান l এর পর শ্রীধাম মায়াপুর ইস্কনের আরো কিছু উল্লেখযোগ্য স্থান দর্শণ করে উভয়েই ক্লান্ত হয়ে দুপুরে একটি গাছের ছায়ায় আশ্রয় নেন l তখন স্ত্রী পূজা তাঁকে ঠান্ডা পানীয় জলের কথা বলেন l নতুন জায়গায় স্ত্রী কে প্রথমে একা রেখে যেতে নারাজ যুবক শেষপর্যন্ত একাই জল আনতে যান l বাপ্পা বাবুর কথায়, ” মিনিট পাঁচেক পরেই জল নিয়ে ফিরে এসে দেখি পূজা উধাও! এরপর মন্দির কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করি l যেখানে যেখানে ঘুরেছি, আশেপাশের দোকান, লোকজন, নিরাপত্তার দায়িত্বে আছেন যাঁরা, কেউ-ই পূজার হদিশ দিতে পারেন নি l” উভয়ের পরিবার সূত্রে জানা গেল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের ছেলে বাপ্পা চন্দ্র’র গতবছর শান্তিপুরের মেয়ে পূজার সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় l বাপ্পা রাজস্থানের জয় পুরে সোনার দোকানে কাজ করেন l এদিনের ঘটনার সব কিছু জামাই-এর মুখে শোনার পর রাতেই নবদ্বীপ থানায় পূজার মা রীনা কর্মকার মেয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন l কোনো সম্পর্কে জড়িয়ে এমন কান্ড না অপহরণ সমস্ত সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ l ভালো জামাই,শান্ত ও নিরীহ স্বভাবের বছর কুড়ির মেয়ে পূজার কি এমন হল হতবাক রীনা দেবী

শরিফুল ইসলাম, নতুন গতি : নদীয়া জেলার মন্দির শহর নবদ্বীপ মায়াপুরে স্বামী-স্ত্রী বেড়াতে এসে নিখোঁজ হলেন তরুণী স্ত্রী l

    চলতি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গল বার প্রতিবেশী জেলা বর্ধমানের পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের বাপ্পা চন্দ্র তাঁর স্ত্রী পূজা কে সঙ্গে নিয়ে ইস্কন মন্দির দর্শনে আসেন l
    জানা যায় স্বামী- স্ত্রী উভয়েই সকাল থেকেই ইস্কনের বিভিন্ন মন্দির, হাতিশালা, গোশালা দর্শন করে দুপুরে তাঁরা মন্দিরের প্রসাদ খান l

    এর পর শ্রীধাম মায়াপুর ইস্কনের আরো কিছু উল্লেখযোগ্য স্থান দর্শণ করে উভয়েই ক্লান্ত হয়ে দুপুরে একটি গাছের ছায়ায় আশ্রয় নেন l তখন স্ত্রী পূজা তাঁকে ঠান্ডা পানীয় জলের কথা বলেন l নতুন জায়গায় স্ত্রী কে প্রথমে একা রেখে যেতে নারাজ যুবক শেষপর্যন্ত একাই জল আনতে যান l
    বাপ্পা বাবুর কথায়, ” মিনিট পাঁচেক পরেই জল নিয়ে ফিরে এসে দেখি পূজা উধাও! এরপর মন্দির কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করি l যেখানে যেখানে ঘুরেছি, আশেপাশের দোকান, লোকজন, নিরাপত্তার দায়িত্বে আছেন যাঁরা, কেউ-ই পূজার হদিশ দিতে পারেন নি l”

    উভয়ের পরিবার সূত্রে জানা গেল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের ছেলে বাপ্পা চন্দ্র’র গতবছর শান্তিপুরের মেয়ে পূজার সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় l বাপ্পা রাজস্থানের জয় পুরে সোনার দোকানে কাজ করেন l

    এদিনের ঘটনার সব কিছু জামাই-এর মুখে শোনার পর রাতেই নবদ্বীপ থানায় পূজার মা রীনা কর্মকার মেয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন l

    কোনো সম্পর্কে জড়িয়ে এমন কান্ড না অপহরণ সমস্ত সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ l
    ভালো জামাই,শান্ত ও নিরীহ স্বভাবের বছর কুড়ির মেয়ে পূজার কি এমন হল হতবাক রীনা দেবী l