যুবরাজ সিংহের পরে নিলামে সব থেকে বেশি টাকা ঈশান কিশনের

নতুন গতি নিউজ ডেস্ক: আইপিএল নিলাম শুরু হওয়ার আগে তাঁর উপর বাজি ধরেছিলেন অনেকেই। এবারের নিলামে তাঁকে কেনার জন্য যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে তা নিশ্চিত ছিল। তবে নিলাম টেবিলে ঈশান কিশনকে নিয়ে যে ভাবে দড়ি টানাটানি হল তা দিনের অন্যতম বড় ঘটনা হয়ে থাকল। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংহের পরে নিলামে সব থেকে বেশি টাকা পেলেন তিনি।

    নিলামের আগে তাঁকে ধরে না রাখলেও ঈশানকে কেনার জন্য প্রথমেই আগ্রহ দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সঙ্গে লড়াই চলে পঞ্জাব কিংসের। ঈশানের দাম চড়চড় করে বাড়তে থাকে। ৭ কোটি ৭৫ লক্ষ পর্যন্ত যাওয়ার পরে রণে ভঙ্গ দেয় পঞ্জাব। তখনই লড়াইয়ে আসে গুজরাত টাইটানস। অন্য দিকে মুম্বই নিজেদের বি়ড করতে থাকে। দুই অঙ্কে চলে যায় ঈশানের দাম। ১৩ কোটি ৭৫ লক্ষ পর্যন্ত লড়াই চালায় গুজরাত । তার পরে জানিয়ে দেয় আর বিড করবে না।

    দেখে মনে হচ্ছিল এ বার মুম্বই কিনে নেবে ঈশানকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে মঞ্চে নামে সানরাইজার্স হায়দরাবাদ। আরও উঠতে থাকে দাম। শেষ পর্যন্ত ১৫ কোটি টাকাতে গিয়ে হার মানে হায়দরাবাদের দল। যে ভাবে মুম্বই বিড করছিল তাতে দেখে মনে হচ্ছিল তারা ঈশানকে দলে নিতে মরিয়া। শেষ পর্যন্ত সেটাই হয়। ঈশানকে কেনার পরে দলের মালিক টিনা অম্বানীর মুখের হাসি বলে দেয় ঈশানকে নেওয়ার জন্য কতটা আগ্রহী ছিলেন তাঁরা।