ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন

সংবাদদাতা : ২০ সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত মহা সমারোহে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী পালন করলো হুগলী জেলার শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইন্সটিটিউশন। প্রতিদিনই বিদ্যাসাগরের জীবনী বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ,যেমন -কুইজ, বিদ্যাসাগরের প্রতিকৃতি অঙ্কন , বিদ্যাসাগরের জীবনী বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা, গদ্যপাঠ ইত্যাদি।ছাত্র-শিক্ষকদের কাছে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড:রমজান আলী , শিক্ষাবিদ কালিদাস হাজরা ,প্রাবন্ধিক জগন্নাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।গত ২৫ শে সেপ্টেম্বর পাহাড়ী সান্যাল অভিনীত *বিদ্যাসাগর* সিনেমা স্কুলের ছাত্রদের প্রজেক্টেরে দেখানোর ব্যবস্থা করা হয়।২৬ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে একটা বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয় ,এবং বিদ্যালয়ের দেওয়াল পত্রিকায় *বিদ্যাসাগর*শীর্ষক বিশেষ সংখ্যার উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল বলেন- ” বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ,সাহিত্য রচনা,সমাজ সংস্কার বিষয়ে ছাত্রদের ধারণা ও শিক্ষা লাভের জন্য গত এক সপ্তাহ ধরে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি ,এতে বিদ্যালয়ের ছাত্ররা সমৃদ্ধ হয়েছি বলেই মনে করি”।