|
---|
নিজস্ব সংবাদদাতা : অভিযোগ লোনের কিস্তির চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ফুলবাড়ীর এক ব্যক্তি,পেশায় সে ইরিকশা চালক।
রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়। হাবিবুর ইসলাম নামে বছর ৪০এর ঐ ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরিবার সূত্রে জানা গেছে হাবিবুর ইসলাম বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিল।আর সেই লোনের কিস্তি না দিতে পেরেই বেশ কয়েকদিন যাবত মানসিক চাপে ছিল সে, সাথে বাড়ির ইলেকট্রিকের বিল প্রায় দু বছর থেকে বকেয়া পরে আছে। এখন সেই বিলের পরিমান প্রায় ২০ হাজার টাকা দাড়িয়েছে। একদিকে লোনের কিস্তির চাপ ওপর দিকে মোটা অংকের ইলেক্ট্রিক বিল মেটাতে না পেরেই মানসিক চাপে ভুগছিলেন হাবিব। রবিবার সকালে শোবার ঘরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন।খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটিকে উদ্বার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।