গরমে হাঁস ফাঁসস অবস্থা, বর্ষার আগমন সম্পর্কে সুস্পিষ্ট চিত্র এখনও পাওয়া সম্ভব হয়নি

নিজস্ব সংবাদদাতা :বর্ষা কবে প্রবেশ করছে এই ব্যাপারে সুস্পষ্ট চিত্র দিতে পারল না হওয়া অফিস। প্রসঙ্গত তীব্র দাবদহের কারণে হাঁসফাঁস অবস্থা। সবাই অপেক্ষা করে রয়েছে বৃষ্টির জন্য। উল্লেখ্য প্রতিবছর পহেলা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী ২-৩ দিনের মধ্যে বোঝা যাবে বর্ষার গতিপ্রকৃতি। আবহাওয়া দপ্তর থেকে আরো জানানো হয়েছে এই বছর স্বাভাবিক নিয়মেই বসা হবে। তবে কবে বর্ষা প্রবেশ করছে সে বিষয়ে এখনো সুপস্ট চিত্র সামনে আসেনি। প্রতিবছর জুন মাসের শেষ লগ্নে রাজ্যে প্রবেশ করে বর্ষা। প্রথমে উত্তরবঙ্গে প্রবেশ করে পরবর্তীতে দক্ষিণবঙ্গে।