|
---|
নিজস্ব সংবাদদাতা :টানা তিনটি ম্যাচ জিতে অসাধারণ ছন্দে ছিল এটিকে মোহনবাগান, শনিবার ছন্দপতন ঘটল। চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যায় খেলা ছিল এটিকে মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি। খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এই খেলার নায়ক নিশ্চিত ভাবে বলা যেতে পারে চেন্নাইয়ের বাঙালি গোলকিপার শমিক দত্ত। হ্যামিলটন দের একাই আটকে দেন তিনি। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনকে আটকে দেন তিনি। ম্যাচের প্রথমার্ধের দাপট ছিল মোহনবাগানের, ম্যাচের দ্বিতীয় অর্ধে চেন্নাই এফসি আক্রমণের পরিধি বাড়ায়। তবে ম্যাচ অমীমাংসিত হবে সমাপ্ত হয়েছে। এটিকে মোহনবাগান ১৪ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে নেমে গেছে। অপরদিকে চেন্নাই এফসি ১৪ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট সংগ্রহ করে ৮ নম্বরে অবস্থান করছে ।