|
---|
নিজস্ব সংবাদদাতা:, মেদিনীপুর…. সোমবার নেতাজির জন্মদিবসের সকালে প্রকাশিত হলো ‘একশো পঁচিশতম বর্ষে
নেতাজি ও মেদিনীপুর’ শীর্ষক
অমূল্য পুস্তক l মেদিনীপুর কলেজের সম্মুখে অবস্থিত নেতাজির পূর্ণ অবয়ব মূর্তির পাদদেশে এই মূল্যবান পুস্তকটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন বিশিষ্ট লোকসংস্কতিক গবেষক ড۔ মধুপ দে । বিভিন্ন লেখকের লেখায় সমৃদ্ধ পুস্তকটির সম্পাদনা করেছেন লেখক অমিত কুমার সাহু।এই পুস্তটির কথামুখ লিখেছেন
ড۔ প্রসূন কুমার পড়িয়া।
“স্বদেশ ভাবনা ও রবীন্দ্র -সুভাষ সংযোগ ” বিষয়ে লিখেছেন জলদবরন দাস।
“মেদিনীপুর জেলা সফরে সুভাষচন্দ্র” বিষয়ে লিখেছেন।
ড۔অমলকান্তি পান্ডে ।
“চন্দ্রকোনা রোডে সুভাষচন্দ্র ” বিষয়ে লিখেছেন বিমল চন্দ্র রায়।”তমলুকে সুভাষচন্দ্র” বিষয়ে লিখেছেন
অধ্যাপক হরিপদ মাইতি ।
“রাষ্ট্রপতি সুভাষচন্দ্রের কাঁথিতে সফর” বিষয় লিখেছেন মন্মথ নাথ দাস।
“ঝাড়গ্রামে সুভাষচন্দ্র” বিষয়ে লিখেছেন ড۔ মধুপ দে ।
“আদর্শ দেশপ্রেমিক নেতাজি সুভাষ ও মেদিনীপুর ” বিষয়ে লিখেছেন অমিত কুমার সাহু ।”নেতাজি ও আন্তর্জাতিক ভাবনা” বিষয়ে লিখেছেন
অধ্যাপক ড۔ সুশান্ত দে।
এছাড়াও বইটিতে রয়েছে নেতাজির বংশ পরিচিতি ও জেলা সফরের কিছু দুষ্প্রাপ্য চিত্র l এদিন নেতাজি মূর্তিতে মাল্যদান , সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয় “নেতাজী ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির” উদ্যোগে। উপস্থিত ছিলেন উদযাপন কমিটি সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য্য , সহসভাপতি ডা۔ দেবব্রত চ্যাটার্জী , ডা۔ অসীম মাইতি , দুই যুগ্ম সম্পাদক বইটির লেখক ও ড۔ বাবুলাল শাসমল , সহ সম্পাদক গবেষক অতনু মিত্র , সন্টু ওঝা সুদীপ কুমার খাঁড়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক মন্টুরাম জানা , শিক্ষক চিত্তরঞ্জন মুখার্জী , ইন্দ্রজিৎ সিনহা, অভিষেক দে, ড. পার্থপ্রতিম মাইতি , প্রভাত ভট্টাচার্য্য, প্রমুখ উপস্থিত ছিলেন।