ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার আলিম পরীক্ষায় ভালো ফলাফল

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি ভারত বিখ্যাত পীরে কামেল, সুলতানুল ওয়ায়েজীন, মুহাদ্দিস একজন স্বাধীনতা সংগ্রামী হজরত আল্লামা রুহুল আমিন (রহঃ) এর নিজে হাতে প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা। সাল টি ছিল ১৯৩০ সাল।

    সেই মাদ্রাসার সুদক্ষ ডাইরেক্টর শিক্ষক জনাব মাসউদুর রহমান বলেন, আমাদের মুল লক্ষ ও উদ্দেশ্য হলো, আদর্শ দেশপ্রেমিক, মানবসম্পদ। এবছর এই প্রথম আমাদের মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে ‘কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসা’ থেকে আলিম সমতুল মাধ্যমিক পরীক্ষা দেয়। ১৪ জনই প্রথম বিভাগে সুনামের সাথে পাশ করে। এদের মধ্যে আখারপুর সুবুর আলির পুত্র ইয়াজ আহমেদ মন্ডল ৭৮৪ পেয়ে মাদ্রাসায় প্রথম ও রাজ্যে সেরা দশের তালিকায় জায়গা করে নেয়। এছাড়া সামিম আহমেদ ৭৫৬, মহসীন গাজী ৭২৫ পেয়ছে এছাড়া বাকি সবাই ৮০ শতাংশ এর উপর নম্বর পেয়ে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে। মাদ্রাসার শিক্ষক,শিক্ষাকর্মী, কমিটির সভাপতি পীরজাদা শরফুল আমিনসহ, সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, সভাপতি হাজি আকবর আলি প্রমুখরা শুভেচ্ছা জানান এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।