যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু: তৃণমূল ছাত্র পরিষদকে নতুন করে ঝাঁপানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেবজিৎ মুখার্জি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে ইস্যু করে তৃণমূল ছাত্র পরিষদকে নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    দলনেত্রীর নির্দেশ অনুযায়ী, আগামিকাল দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ধরনা কর্মসূচি করবে টিএমসিপি। থাকবেন রাজন্যা হালদার সহ হাজরার মঞ্চে উপস্থিত থাকা ছাত্র নেতানেত্রীরা। সেই ধরনা মঞ্চে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সেইমতোই হবে সমস্ত কর্মসূচি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার আর কোনওভাবে বরদাস্ত করা যাবেনা। ঠিক হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ছাত্র সংসদ নির্বাচন হলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শাসকদলের ছাত্র সংগঠন।