|
---|
মালদা: দৃষ্টিহীনদের পাশে দাঁড়াল জাগরণ মালদা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অসহায় ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া দৃষ্টিশক্তিহীন হয়ে পড়া মানুষদের সনাক্ত করে তাঁদের চোখের ছানি অপারশনের ব্যবস্থা করেন সদস্যরা। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করে সংস্থা। বৃহস্পতিবার সীতারাম সেবাকেন্দ্রে অস্ত্রোপচারের কাজটি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়। রোগীদের বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে আসা, অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার শেষে সুরক্ষিতভাবে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া-তৎপরতার সঙ্গে কাজগুলি করেন সদস্যরা। সদস্যদের বাহবা দিয়েছেন রোগীরা।