|
---|
NRC,CAA,NPR প্রতিবাদ সভা জগৎবল্লভপুর ব্লক কংগ্রেস নেতৃত্বে
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হাওড়া: NRC,CAA,NPR এর প্রতিবাদে সভা করল জগৎবল্লভপুর ব্লক কংগ্রেস কমিটি। একই দিনে তারা দুটি জায়গায় সভা করে। প্রথম সবাইকে সন্তোষপুর ও দ্বিতীয় সভাটি মুন্সিরহাট চাঁদনী মরে। সবাই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবাই উপস্থিত প্রত্যেক বক্তাই কেন্দ্র সরকারের সমালোচনা করেন। সবাই উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সমর কুমার হাজরা, রাজ্য যুব কংগ্রেসের অন্যতম সম্পাদক মহ: ইউশা আব্বাসী, সিরাজুল ইসলাম, অরিজিৎ হাজরা, সুরজিৎ দত্ত, বিশ্বজিৎ মারিক, আব্দুল মোকাদ্দেম প্রমুখ। ইউশা আব্বাসী তার বক্তব্যে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও তুলোধোনা করেন। তিনি বলেন “এই বিল পাস হওয়াতে রাজ্য সরকারের অবস্থান ও সন্দেহজনক বলেই মনে হয়। লোকসভা তে আট জন সাংসদ ও রাজ্যসভা তে একজন সাংসদ কেন উপস্থিত হয়নি! তা আর সংখ্যালঘুদের বোঝাতে হবে না বলেই মনে করেন। তিনি আরো বলেন তিন তালাক বিল এর সময় ও কংগ্রেস সাংসদরা ভোটাভুটিতে সংসদে সংখ্যালঘুদের সঙ্গে গাদ্দারি করেননি এবং CAB/NRC ক্ষেত্রেও করেননি”। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন শেখ বাদশা, কেশব ঘোষ, সেখ আবির আলী প্রমূখ।